ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত, যানবাহন ভাঙচুর
ট্রাকচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন মৃধা (২২) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাসপুল এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাজিত ইমতিয়াজ শাওন আহত হয়েছেন।
নিহত সিহাব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ চৌধুরী মৃধার ছেলে। তিনি পৌরসভার নতুন বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মী ও সিহাবের স্বজনরা রায়পুর-লক্ষ্মীপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ছাত্রলীগ নেতা সিহাব উদ্দিন মৃধা ও সাজিত ইমতিয়াজ শাওন মোটরসাইকেল নিয়ে রায়পুর থেকে দালালবাজার যাচ্ছিলেন। রবিদাসপুল এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিহাবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে লক্ষ্মীপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় উত্তেজিত লোকজন ঘটনাস্থলে ঘাতক ট্রাকটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। একই সময় রায়পুর বাস টার্মিনাল ও প্রধান সড়কে অন্তত ২০টি বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করা হয়।
একপর্যায়ে প্রধান সড়কে ছাত্রলীগ ও বাসশ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার ও সহকারী পুলিশ সুপারের (সার্কেল) নাসিম মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় লাঠিপেটা ও কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করা হয়।
এ ব্যাপারে রায়পুর-ঢাকা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদ্ক তানভির হায়দার চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘দুর্ঘটনা ঘটেছে রবিদাসপুলে, অথচ অন্যায়ভাবে রায়পুর বাস টার্মিনাল ও প্রধান সড়কে দাঁড় করিয়ে রাখা ইকোনোসহ অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।’
রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া বলেন, ‘সিহাবের মৃত্যুতে নেতাকর্মীরা ক্ষুব্ধ। আমরা তাঁদের শান্ত করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে দিয়েছি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক আকন্দ বলেন, ‘ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।