আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বাবর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে যান লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান লুৎফুজ্জামান বাবরের মা জোবায়দা রহমান। জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান বাবর। মা জোবায়দা রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে তিনি একই কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মায়ের দাফন বনানীতে অনুষ্ঠিত হয়। দাফন শেষে ফেরার পথে তিনি আরাফাত রহমান কোকোর কবরে যান। সেখানে জিয়ারত করেন।’
১০ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলায় বর্তমানে গ্রেপ্তার আছেন বাবর। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়নে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।