উগ্রতা প্রতিরোধে জাতীয় ঐক্যের দাবি খেলাফত মজলিসের

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে খেলাফত মজলিসের নেতারা। ছবি : নিউজ রুম ফটো

হত্যা-সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য না করে, সরকার আগের মতোই দোষারোপের রাজনীতি করছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ করে সংগঠনটির ঢাকা মহানগরী শাখা।

খেলাফত মজলিসের নেতারা বলেন, ইসলাম কখনই মানুষ হত্যাকে সমর্থন করে না, কারণ এটি শান্তির ধর্ম। তাই দেশে হত্যা, সন্ত্রাস এবং উগ্রতার যেসব ঘটনা ঘটছে, তা প্রতিরোধে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

আর এ জন্য সরকারকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময় মসজিদে জুমার খুতবা নির্দিষ্ট করে দেওয়ার সমালোচনা করে খেলাফত মজলিস।