সাতক্ষীরায় ২২ জামায়াত কর্মীর সাজা
হরতালকে সামনে রেখে নাশকতার লক্ষ্যে জড়ো হওয়ার দায়ে সাতক্ষীরায় ২২ জন জামায়াতকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময়ে পুলিশের হাতে আটক চার জামায়াত কর্মীসহ ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে সহিংসতার অভিযোগও।
সাতক্ষীরা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, গ্রেপ্তার হওয়া জামায়াত কর্মীদের কয়েকজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এদিকে জামায়াতের ডাকে হরতালের কোনো প্রভাব আজ সোমবার সাতক্ষীরায় দেখা যায়নি। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের কোনো মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে জেলার বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সমমনা দলগুলো।