মাদারীপুরে ‘হিজবুত তাহরীরের’ ৩ সদস্য গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে কিছু ধর্মীয় বই পাওয়া যায়। তিনজনই বহিরাগত।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তার হওয়া তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। তাঁদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওটানা এলাকার জাহিদুল ইসলাম (২৩), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামের আব্বাস উদ্দিন (২৭) ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকেন্দার নগরের আবদুল্লাহ আল আহাদ (১৮)।
গত ১৫ জুন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর জঙ্গি হামলা হয়। এ সময় জনগণের হাতে হামলাকারী ফাইজুল্লাহ ফাহিম হাতেনাতে ধরা পড়ে। তিনদিনের মাথায় ফাহিম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর পুলিশের হাতে আটক হয় হামলার হোতা মাদারীপুর গণিত বিভাগের বিভাগীয় প্রধান কাজী বেলায়েত হোসেনের ছেলে খালেদ সাইফুল্লাহ জামিল। এই ঘটনার পর থেকে মাদারীপুরের পুলিশ জঙ্গি সংশ্লিষ্ট ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।