রথযাত্রায় ছিনতাইচক্র, ৯ নারীর কারাদণ্ড
মাদারীপুরের শিবচরে উল্টো রথযাত্রায় মন্দিরে আগত ভক্তদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় ৯ নারী ছিনতাইকারীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ইমরান আহমেদ এ সাজা দেন। এ ছাড়া জুয়া খেলা ও মাদক সেবনের অপরাধে আরো আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ৯ নারী সদস্য হলেন নুরুন্নাহার (৩৫), সাথী আক্তার (১৭), গুলবাহার (৪০), মরিয়ম (৩৭), রিনা আক্তার (৩০), নিল মহল (৩৫), নারগিস আক্তার (২৭), আরজু আক্তার (৩৫), রহিমা আক্তার (২০)। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল এলাকায়। তাঁরা নিজেদের বেদে সম্প্রদায়ের বলে দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার ছিল শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব। সে উপলক্ষে জেলার শিবচর পৌর এলাকার কেন্দ্রীয় রাধাগোবিন্দ জিউর মন্দিরে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা আসতে শুরু করে।
এরই মধ্যে ভক্ত সেজে শাঁখা, সিঁদুর পরে ছদ্মবেশে ছিনতাইকারী চক্রের নারী সদস্যরাও মন্দিরে প্রবেশ করেন। দুপুরে উল্টো রথযাত্রা শুরু হলে মন্দিরে আগত ভক্তদের গলা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘট্না ঘটে।
এ সময় ভক্তদের চিৎকারে মন্দিরে আসা লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সন্দেহে ১২ নারী সদস্যকে আটক করেন। পরে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।
এর মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে একই দিন জুয়া খেলা ও মাদক সেবনের অপরাধে আরো আটজনকে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) খলিল জানান, আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এরা সারা দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভক্তর ছদ্মবেশে এ ধরনের অপরাধ করে।