খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালিদের বর্ষবরণে নানা আয়োজন

Looks like you've blocked notifications!

খাগড়াছড়িতে বাঙালি ও পাহাড়িরা নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এসব উৎসবে যোগ দেয়। 

সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এর পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এ ছাড়া খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় স্থানীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) শেখ মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে পানখাইয়াপাড়ার বটতলা থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। নেচেগেয়ে শোভাযাত্রাকে মাতিয়ে তোলেন তাঁরা।