আড়পাড়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
মাগুরার আড়পাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আজ কলেজের ছাত্র, শিক্ষকরা মানববন্ধন করে। ছবি : এনটিভি
মাগুরার শালিখা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী আড়পাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছে।
আড়পাড়া ডিগ্রি কলেজের শিক্ষক রইচ উদ্দিন তুষার ও গোবিন্দ সাহা বলেন, উপজেলা সদরের সব থেকে প্রাচীন কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও সম্মান কোর্স চালু আছে। এখানে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী রয়েছে।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাফল্যের সঙ্গে কলেজটি পরিচালিত হয়ে আসছে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা