নিজের বাড়ির সেপটিক ট্যাংকে মিলল বৃদ্ধের লাশ
মাদারীপুর সদর উপজেলার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই বাড়ির গৃহকর্তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আবদুল গনি মাতুব্বার (৭০)। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১০ বছর আগে অবসর গ্রহণ করেন।
এ ঘটনায় নিহত গনি মাতুব্বরের ছোট ছেলে তরিকুল ইসলামকে রাতেই আটক করে পুলিশ। পরে আজ বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য গনি মাতুব্বরের স্ত্রী, বড় ছেলে নজরুল ইসলাম ও নজরুলের স্ত্রীকে আটক করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবদুল গনি ১২ বছর ধরে কুকরাইল এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন। তাঁর চার ছেলে ও দুই মেয়ে। চার দিন ধরে আবদুল গনি মাতুব্বরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গতকাল সকালে এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিকেলের দিকে বাড়ির আশপাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে গনি মাতুব্বরের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর তাঁর গলিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। তিনি সাংবাদিকদের জানান, আবদুল গনি মাতুব্বর অনেক বছর ধরেই এখানে বসবাস করছেন। তাঁর তেমন কোনো শত্রুও ছিল না।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পরিবারের কয়েক সদস্যকে আটক করা হয়েছে।