সেনা ছাড়া নির্বাচনে সমস্যা হবে না : সেতুমন্ত্রী
সেনা মোতায়েন ছাড়া বিগত নয়টি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারও তিনটি সিটি করপোরেশন নির্বাচনে কোনো সমস্যা হবে বলে মনে করেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় নির্বাচনে ‘অনিয়ন্ত্রিত অর্থের’ ব্যবহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।
সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগের জন্য সমান সুযোগ (লেবেল প্লেয়িং ফিল্ড) হচ্ছে না উল্লেখ করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীদের জন্য দলের নেত্রী খালেদা জিয়া প্রচার চালাতে পারলেও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য বা জ্যেষ্ঠ নেতা যাঁরা মন্ত্রী পদমর্যাদার, তাঁরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য প্রচারে অংশ নিতে পারছেন না। তাহলে এখানে সমান সুযোগ কীভাবে হবে?
সভায় ‘নির্বাচনে অনিয়ন্ত্রিত অর্থ’ ব্যবহারে আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে অদূর ভবিষ্যতে সৎ মানুষ, ভালো মানুষরা নির্বাচন করার আগ্রহ হারিয়ে ফেলবে। তবে এটা নির্বাচন কমিশনের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সবার মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। এ অনিয়ন্ত্রিত অর্থ ব্যয় বন্ধ করতে না পারলে সৎ ব্যক্তিরা নির্বাচন থেকে দূরে সরে যাবেন বলে মন্তব্য করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ ডিসেম্বরে শেষ হবে। এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে ১২৫ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। তিনি বলেন, জাইকার অর্থায়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার সম্ভাবতা যাচাই আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে। এ ছাড়া অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত চার লেনে উন্নীত করার কাজ চৌধুরী হাট এলাকায় বাধাগ্রস্ত হচ্ছে। মিরসরাই-বারৈয়ারহাট থেকে রামগড় পর্যন্ত ৩৮ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করার কাজ জাইকার মাধ্যমে করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
সভায় আরো বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সহসভাপতি সালাউদ্দিন রেজা, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।