মাগুরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
এক ব্যক্তিকে হত্যার দায়ে মাগুরায় আজ মঙ্গলবার পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ছবি : এনটিভি
মাগুরার আলোচিত আজিজুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন এ রায় দেন।
একইসাথে অভিযুক্ত ১৭ জনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালে ১৭ মার্চ মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের আজিজুর রহমানকে (৫০) তুচ্ছ ঘটনার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের রস্তম আলী, হাবিবুর রহমান, ইদ্রিস আলী, সৈয়দ রাজা আলী ও সাইফার মোল্ল্যা।
এ ঘটনায় মহম্মদপুর থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং বাকি ১৭ জনকে বেকসুর খালাস দেন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা