সাতক্ষীরার সীমান্তে ২৪টি সোনার বার জব্দ
ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ২৪টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিকেলে সীমান্তের নটিজঙ্গল এলাকার ডাইভারসন রোডের কাছে একটি ধানক্ষেতে ওই সোনা পাওয়া যায়।
বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার নায়েক সুবেদার হায়দার আলী খান জানান, বিজিবির টহল দল আজ বিকেলে ভারতে সোনা পাচারের খবর পায়। বিকেল ৫টার দিকে তলুইগাছা সীমান্তের নটিজঙ্গল এলাকার ডাইভারসন রোডের কাছে ধানক্ষেতে একটি সেচপাম্পের ধারে মাটির নিচে মোড়ক করা অবস্থায় ২৪টি সোনার বার পাওয়া যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বারগুলো রেখে সরে পড়ে। প্রতিটি ১০ তোলা হিসাবে ২৪টি সোনার বারের ওজন প্রায় ২৪০ তোলা।
এদিকে সোনা জব্দ করার ঘটনায় রাত ৮টায় বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বলেন, তিনি বিজিবির কয়েক কর্মকর্তাকে সাথে নিয়ে এই সোনা জব্দ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
প্রেস ব্রিফিংয়ের সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজম্মেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।