বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার : মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশ এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন দেশটির ঢাকায় নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মারসিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। তিনি আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার সময় এ মন্তব্য করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশকে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করি। আমরা জানি, দুটি দেশ যখন একসাথে কাজ করে, তখন তার সুফল উভয় দেশের জনগণ পায়।’
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে তাঁর দেশ সহায়তা করবে বলেও জানান। পাশাপাশি তিনি দুই দেশ, জনগণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের শক্তিশালী সম্পর্কের ওপর জোর দেন।
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট গত ২৫ জানুয়ারি ঢাকায় আসেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। বার্নিকাট সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মানবসম্পদ ব্যুরোতে উপসহকারীমন্ত্রী হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করেন।

অনলাইন ডেস্ক