ঈশ্বরদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পংখরোয়া গ্রামের বরাত আলী মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে নয়টি মামলা রয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে নিহত হয় একজন ডাকাত। পরে ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে জহুরুলের লাশ ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। তিনি জানান, জহুরুলের লাশ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।