সাংবাদিক ফারজানা রুপাকে হত্যার হুমকি
পহেলা বৈশাখের দিন টিএসসিতে নারীদের যৌন হেনস্তার ঘটনায় প্রতিবেদন প্রকাশের পর একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। আনসারউল্লাহ বাংলা টিম রাজশাহী শাখার সহকারী পরিচালক দাবি করে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে এ হুমকি দেন বলে রুপা জানিয়েছেন।
ফারজানা রুপা টেলিফোনে এনটিভি অনলাইনকে জানান, টিএসসিতে নারী নির্যাতনের বিষয়ে শনিবার একাত্তর টেলিভিশনের সন্ধ্যা ৭টার খবরে তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারিত হয়। এতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নারীদের নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি সম্প্রচারে কিছুক্ষণ পরই ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
গত আগস্ট মাস থেকে একই ফেসবুক আইডি থেকে আরো কয়েকবার তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলে জানান রুপা।
হত্যার হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে কি না জানতে চাইলে রুপা বলেন, ‘একাত্তর টেলিভিশনের পক্ষ থেকেই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ তবে কোন ফেসবুক আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সেই ব্যক্তির পরিচয় জানাতে চাননি তিনি।
ফারজানা রুপা দাবি করেন, এর আগেও প্রতিবেদন সম্প্রচারের পর বিভিন্ন সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁর বাসায় কাফনের কাপড়ও পাঠিয়েছিল অজ্ঞাত সন্ত্রাসীরা।