প্রধানমন্ত্রী জঙ্গিদের উৎখাত করবেন : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি জঙ্গিদের উৎখাত করবেন। এ বিষয়ে কোনো ছাড় দেবেন না।
আজ শনিবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল চত্বরে ‘কমিউনিটি ক্লিনিক ব্র্যান্ডিং অ্যাকটিভিটিস’ নামক একটি কর্মসূচির লোগো উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে রাজনৈতিক কারণে কমিউনিটি ক্লিনিকের প্রকল্প বন্ধ করে দেয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার কমিউনিটি ক্লিনিক চালু করে।
মাগুরার সিভিল সার্জন এফ বি এম আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ সাইফুজ্জামান শিখর প্রমুখ।
আজ বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দলের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা