গাড়িতে বোমাহামলা দেখলেই সাথে সাথে গুলির আহ্বান অ্যাটর্নি জেনারেলের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423069296.jpg)
গাড়িতে বোমাহামলা করতে দেখলেই সাথে সাথে গুলি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পাহারায় যানবাহন চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশে মাহবুবে আলম এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘সকাল বেলা উত্তরবঙ্গ থেকে ১০০ বা ৫০টি গাড়ি, বিজিবির পাহারায় ঢাকার দিকে রওনা হবে। এবং কক্সবাজার, চট্টগ্রাম থেকেও এ রকম দিনের বেলায় গাড়ির বহর রওনা দেবে। সামনে ও পেছনে বিজিবির পাহারা থাকবে। দরকার হলে মাঝখানেও থাকতে পারে। প্রতিটি গাড়িতে পুলিশ থাকতে পারে। সেখানে অস্ত্রধারী পুলিশ থাকবে। যদি দেখা যায় গাড়িতে কেউ এ রকম বোমা মারছে, সাথে সাথে গুলি। এ পন্থা না নিলে জনজীবনকে রক্ষা করা যাবে না। আমাদের অর্থনীতিকে রক্ষা করা যাবে না।’
অ্যাটর্নি জেনারেল বলেন, বিজিবি, প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যানবাহন চালুর বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
অবরোধের কারণে দগ্ধদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন মাহবুবে আলম। তিনি এ ত্রাণ তহবিলে প্রত্যেক সংসদ সদস্যকে কমপক্ষে দুই লাখ টাকা অনুদান দেওয়ার আহ্বানও জানিয়েছেন।