গাজীপুরে বাসে পেট্রলবোমা, শিশুসহ অগ্নিদগ্ধ ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1423070558.jpg)
গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে গাজীপুর পুলিশ লাইনের কাছে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ও আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে পুলিশ লাইনের কাছে ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত পেট্রলবোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের সীমানা প্রাচীরে ধাক্কা খায়।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম এনটিভিকে বলেন, বাসের যাত্রী নূর নবী, রাকিব, সবুজ, মঞ্জুরুল ইসলাম অগ্নিদগ্ধ হন। আর বাস থেকে নামতে গিয়ে আহত হন সোহেল রানা ও নাজমুল। সবাইকে প্রথমে সদর হাসপালে আনা হয়। পরে নাজমুল বাদে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।