চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

নাছিরের প্রচারে পাহাড়ি নারীরা

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন একদল পাহাড়ি নারী। ছবি : এনটিভি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে প্রচারে মাঠে নেমেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে প্রচারে অংশ নিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপির স্ত্রী ম্যালা প্রু মারমার নেতৃত্বে একদল পাহাড়ি নারী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর দেড় শতাধিক নেতাকর্মী তিনটি ভাগে বিভক্ত হয়ে সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে প্রচার চালিয়েছে। প্রচারের ব্যাপারে কাজী মুজিবর রহমান বলেন, বান্দরবান আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাকর্মীই এখন চট্টগ্রামে অবস্থান করছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে হেঁটে প্রচারের পাশাপাশি বান্দরবানের নেতাকর্মীরা পরিবহনযোগেও প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন। ২৬ এপ্রিল পর্যন্ত তাঁরা প্রচার-প্রচারণার কাজে চট্টগ্রামে মাঠে থাকবেন বলেও জানান তিনি। 

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিগত নির্বাচনগুলোতেও বান্দরবান আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন। চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর একটি বিপুল ভোটব্যাংক রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রচারে এই ভোটারদের মধ্যেও সাড়া মিলেছে বেশ।