পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে বাঙালিদের বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/04/photo-1470331999.jpg)
পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে এবং সংশোধনীতে যুক্ত হওয়া ধারা বাতিলের দাবিতে হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক পাঁচটি বাঙালি সংগঠন।
এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনগুলো।
পার্বত্য গণপরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ নামের পাঁচটি সংগঠন এই কর্মসূচি পালন করে।
সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ, রাঙামাটি জেলা সভাপতি মো. ইব্রাহীম, বাঙালি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পালসহ অন্যরা।
প্রস্তাবিত আইনকে কালো আইন আখ্যা দিয়ে সমাবেশে বক্তারা বলেন, এই আইনে যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না। ওই কমিশনের সদস্যদের মধ্যে পার্বত্য বাঙালিদের কোনো প্রতিনিধিও নেই। কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং বাকিদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে। বাঙালিদের কোনো প্রতিনিধি না থাকাতে পার্বত্য চট্টগ্রামের ৪৮% বাঙালি জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে না, বাঙালিরা তাদের ভূমির অধিকার হারাবে। পার্বত্য বাঙালিরা এই আইন মেনে নেবে না জানিয়ে বক্তরা বলেন, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে এই আইন প্রতিহত করা হবে।
সমাবেশ থেকে ৮ আগস্ট রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খাগড়াছড়ি শাপলা চত্বরের সামনে এবং বান্দরবানে প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সাথে আইনের সংশোধনী বাতিল না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।