মৌলিক উদ্ভাবনকে বাজারে নিতে সহায়তা দেবে ইইউ
মৌলিক উদ্ভাবন ও নতুনতর প্রযুক্তিকে গবেষণাগার থেকে বাজার পর্যন্ত বিস্তৃত করে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য বেসরকারি ও ব্যক্তিগত বিনিয়োগে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম ক্লাবে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ‘হরাইজন ২০২০, গবেষণাগার থেকে বাজার’ শীর্ষক সেমিনারে এসব কথা জানানো হয়। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার গবেষণা ও উদ্ভাবনা প্রধান ডেনিস ড্যামবোইস।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইরশাদ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইইউ মিশনের উপপ্রধান ফ্রেডারিক মাদ্যুরা বলেন, ‘আলোচ্য কর্মসূচি বাস্তবায়নে ইইউর পক্ষ থেকে প্রায় ৮০ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো নবতর উদ্ভাবনাগুলোকে প্রয়োগযোগ্য অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’
মাদ্যুরা তাঁর বক্তব্যে প্রকল্পটিকে সর্বজনীন উন্নতি ও চাকরির ক্ষেত্র তৈরিতে ভবিষ্যৎ বিনিয়োগ বলে অভিহিত করেন।
সেমিনারে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শতাধিক গবেষক অংশগ্রহণ করেন।