নদী দখলকারীদের ব্যাপারে সরকার উদার : আবুল মকসুদ

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ। ছবি : এনটিভি

রাজনৈতিক কারণে যারা নদী দখল করছে, তাদের ব্যাপারে সরকার অনেকটা উদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপারের যৌথ সংবাদ সম্মেলনে আবুল মকসুদ এ মন্তব্য করেন।

আবুল মকসুদ বলেন, ‘প্রথাগত আইন দিয়ে বুড়িগঙ্গা নদীর বেপরোয়া দখল বন্ধ করা সম্ভব নয়। নদী দখল বন্ধে প্রয়োজন জরুরি ভিত্তিতে নদীর দুই পারে জরুরি অবস্থা জারি করে দখলদার উচ্ছেদ করা।’

বাপার সহসভাপতি আরো বলেন, ‘দলীয় রাজনীতির যে প্রতিপত্তি বিশেষ করে ক্ষমতাসীন দলের রাজনীতি, সেখানে এভাবে খুব সহজেই যে দখলদারদের উচ্ছেদ করা যাবে, তা নয়। কারণ দখলদারের সঙ্গে যারা যুক্ত তারা প্রায় সবাই সরকারের সঙ্গেও যুক্ত। একই সঙ্গে সরকার নদী রক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে, ঠিক সেই সঙ্গে যারা নদী দখল করছে, তাদের জন্যও সরকার উদার।’

এ সময় ঢাকা সিটিকে বাসযোগ্য রাখতে নদীর দুই তীরে স্থাপনা তৈরি বন্ধে একটি আইন করতে সরকারের প্রতি আহ্বান জানান আবুল মকসুদ।