বরিশালে জঙ্গি ও সাম্রাজ্যবাদের প্রতিবাদে মানববন্ধন

বরিশালে জঙ্গি ও সাম্রাজ্যবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ওয়াকার্স পার্টি।
গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টিসহ দলীয় অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।