মাদারীপুরে বন্যা

শিবচরে বন্যার পানি কমছে, বাড়ছে নদীভাঙন

Looks like you've blocked notifications!

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে গত পাঁচ দিনে পদ্মা নদীর এ অংশে ৪৩ সেন্টিমিটার পানি কমলেও নদীভাঙনের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এখনো রোপা আমন, পাট, শাকসবজিসহ প্রায় সাড়ে তিন হাজার হেক্টর ফসলের মাঠই পানিতে তলিয়ে রয়েছে। এ ছাড়া নদীতে বিলীন হয়েছে দুই শতাধিক হেক্টর ফসলি জমির মাঠ। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীভাঙনের তীব্রতা বেড়ে এ পর্যন্ত চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গতকাল শনিবার সকাল থেকে বন্যাদুর্গত পদ্মা নদীর চরাঞ্চল ও ভাঙনকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ তৎপরতা শুরু করেছেন সাবেক হুইপ ও সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। তিনি দুর্গত ছয়টি স্থানে সরেজমিন পরিদর্শন করে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ সময় জেলা উপজেলার প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।