নারায়ণগঞ্জে বহুতল ভবনে আগুন

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় একটি ১৬তলা ভবনের চার ও পাঁচতলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন লাগার পর টোকিও প্লাজা নামের ভবনটির বাসিন্দারা চিৎকার শুরু করে। এতে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

ভবনের নিচতলায় থাকা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, টোকিও প্লাজায় তিনতলা পর্যন্ত মার্কেট,চারতলায় ঝুটের গুদাম,পাঁচতলায় শিশুদের জন্য বিনোদন পার্কের নির্মাণকাজ চলছে এবং ছয়তলা থেকে ১৬তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে লোকজন থাকে। আগুন লাগার পর অনেকেই ছাদে আশ্রয় নেয় এবং কেউ কেউ পাশেই থাকা টোকিও প্লাজার আরেক ভবনের সংযোগ সিড়ি দিয়ে বের হয়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি সরকার জানান, খবর পেয়ে আট মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। নারায়ণগঞ্জ ও ঢাকার আটটি ইউনিট ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, চারতলার ঝুটের গুদাম থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তারপর আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলায়। ভবনের সব মানুষ নিরাপদে আছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।