নারায়ণগঞ্জের যুবদল নেতা সাগরকে কারাগারে পাঠানোর নিন্দা

Looks like you've blocked notifications!

যুবদলের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুবদল নেতা সাগর প্রধানের মুক্তির দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবেশ নেই। এরমধ্যে সরকার যুবদল নেতা-কর্মীদের গ্রেপ্তার করেই যাচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে। একে আজব রাজনৈতিক প্রতিহিংসা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

একই বিবৃতিতে মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল আলম নীরব অনুরূপ যুবদলের গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, কর্মী স্বপন, সাদা মিয়া, হেলাল সরকার বকুল এবং গাইবান্ধা সদর উপজেলা সাপারী ইউনিয়ন যুবদল নেতা মাহবুব, ফরিদ ও সাগরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যায়ভাবে গ্রেপ্তার করা এই যুবদল নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করা হয় বিবৃতিতে।