রাঙামাটিতে বাস উল্টে নিহত ২, আহত ১০

Looks like you've blocked notifications!

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের রিজার্ভ বাজার থেকে নানিয়ারচরের ঘিলাছড়ি বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মামুন ও আলমগীর। তাঁরা দুজনই রিজার্ভ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।

দুর্ঘটনায় গুরুতর আহত বাসের যাত্রী রাজু শীল জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাপছড়ি এলাকায় সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের সব যাত্রীই কমবেশি আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, আহত ব্যক্তিদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুজনের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।