চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯ কেজি গান পাউডার জব্দ

Looks like you've blocked notifications!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর সীমান্ত থেকে নয় কেজি গান পাউডার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

এর আগে গত ১৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে একই উপজেলার চৌকা সীমান্ত এলাকা থেকে তিন কেজি গান পাউডার জব্দ করে বিজিবি। 
 
বিজিবির ৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির একটি দল সীমান্ত পিলার নম্বর ১৩/১ এস থেকে মাত্র ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কালুপুর স্থানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় নয় কেজি গান পাউডার জব্দ করা হয়। জব্দ করা গান পাউডার আজ বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে। 

একই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘এই গান পাউডার দিয়ে বড় ধরনের ম্যাসাকার (হত্যাকাণ্ড) ঘটতে পারত। গান পাউডারগুলো দাহ্য পদার্থ ও বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। এর পেছনে যারা আছে, তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’