বাঘাইছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Looks like you've blocked notifications!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সাজেকের নন্দারামমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘সাজেকে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফের) এক কর্মী নিহত হওয়ার তথ্য জেনেছি। সেখানে পুলিশ গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় বিস্তারিত জানাতে সময় লাগবে।’ 

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের একটি টহলদলের ওপর অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে একটি সূত্র জানায়।

এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা ‘বন্দুকযুদ্ধের’ কথা অস্বীকার করে এনটিভি অনলাইনকে বলেন, ‘এই রকম কোনো ঘটনার খবর আমাদের জানা নেই। আর আমরা গণতান্ত্রিক আন্দোলন করি। আমাদের কোনো সশস্ত্র কর্মী নেই, বন্দুকযুদ্ধের তো প্রশ্নই আসে না।’