কয়লা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে লাইটারেজ ডুবি, নাবিকরা উদ্ধার
বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে একটি কয়লাবোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ওই জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজটি ৮০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল।
লাইটারেজ জাহাজ নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কো-অরডিনেশন সেলের (ডব্লিউটিসি) পক্ষ থেকে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।