রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার কসবামাজাইল এলাকার নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলী ওরফে ভিমকে (৪৭) গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ।
এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী স্থানীয় চরমপন্থী দলের সদস্য বলে দাবি পুলিশের।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, মোহাম্মদ আলী ওরফে ভিম চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য। তিনি অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে আজ ভোরে কসবামাজাইল এলাকায় অভিযান চালিয়ে নিজের বাড়ি থেকেই অস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
দীর্ঘদিন ধরেই মোহাম্মদ আলী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানান ওসি।