লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে এম এ নাঈম (৩৩) নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তিন মাদকসেবীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন।
অর্থদণ্ডাদেশ পাওয়া এম এ নাঈমের বাড়ি সদর উপজেলার আটিয়াতলী গ্রামে। মাদকসেবীরা হলেন চর চামিতা গ্রামের রনি, ইকবাল ও টিপু।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত নাঈম চিকিৎসক সেজে জকসিন বাজারে এন এস মেডিকেল হলে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগে অভিযান চালিয়ে রোগী দেখা অবস্থায় ওই ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়।
এদিকে, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় তিন যুবককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া চিকিৎসক নাঈমকে এক লাখ টাকা ও তিন মাদকসেবীকে তিন হাজার ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।