কমলনগরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
লক্ষ্মীপুরের কমলনগরে বাসচাপায় তাহিয়া তানজু (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তানজু হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মো. খোকনের মেয়ে। সে কমলনগর প্রি- ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। বিকেলে মা-বাবার সাথে লেগুনায় করে নানাবাড়ি থেকে ফিরে শিশু তানজু। বাড়ির সামনে লেগুনা থেকে নেমে সে রাস্তা পার হচ্ছিল। এ সময় রামগতির আলেকজান্ডার থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।