এবার বিসিআইসির ১০ সদস্যের তদন্ত কমিটি
চট্টগ্রামের আনোয়ারায় একটি সার কারখানার প্ল্যান্ট লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।
আজ মঙ্গলবার থেকে আগামী তিন দিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিসিআইসির সচিব হাসনাত আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিআইসির কারিগরি ও প্রকৌশল পরিচালক আলী আকবরকে প্রধান করে ১০ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বলা হয়, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন বিএফপিএফসিএল কারখানার বিএফই-১-এর ৫০০ টন ধারণক্ষমতাসম্পন্ন অ্যামোনিয়া ডে ট্যাঙ্ক লিক হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া কমিটিকে দুর্ঘটনার কারণ নির্ধারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, কারখানার অপর তিনটি অ্যামোনিয়া ট্যাঙ্কের অবস্থা পরীক্ষা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।
এর আগে এ বিষয়ে তদন্ত করার জন্য চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
গতকাল রাত ১০টার দিকে ডাই অ্যামুনিয়াম ফসফেট ড্যাপ-১ সার কারখানার একটি প্ল্যান্ট লিকেজ হয়ে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আনোয়ারা ও এর পাশের অনেক এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গ্যাস নিয়ন্ত্রণে কাজ করে। গ্যাস নিঃসরণ এবং ছড়িয়ে পড়া বন্ধ করতে পানি ছিটিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।