বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন : রওশন

Looks like you've blocked notifications!
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বাংলাদেশ অসাম্প্রায়িক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন উল্লেখ করে সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ভবিষ্যতে এ সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ।

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার এক বাণীতে রওশন এরশাদ এ কথা বলেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রওশন এরশাদ বলেন, সনাতন ধর্মানুসারে শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে তাঁর ভক্তরা জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।

বিরোধী দলের নেতা বলেন, শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়িত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানবপ্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন। মূলত পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই ছিল সেই বাণীর মূল উদ্দেশ্য।