শীতলক্ষ্যায় গরুবোঝাই ট্রলারডুবি

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবে একটি গরু মারা গেছে। ট্রলারে কোরবানির ৩৮টি গরু ছিল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার এম সার্কাস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 নারায়ণগঞ্জ নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, আজ বেলা ১১টার দিকে গরুর বেপারি লিটন মিয়া ও হাবিব মাদারীপুরের কাওরাকান্দি এলাকা থেকে ৩৮টি গরু ট্রলারে নিয়ে রাজধানীর ডেমরার সারুলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এম সার্কাস এলাকায় থেমে থাকা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে গরুভর্তি ট্রলারটি ডুবে যায়। বেপারি ও ট্রলারশ্রমিকরা মিলে ট্রলারের সঙ্গে বেঁধে রাখা রশি কেটে দুপুর ১২টার দিকে ৩৭টি গরু উদ্ধার করেন। একটি গরু নিখোঁজ হয়। পরে সেটি মৃত অবস্থায় ভেসে ওঠে।