‘যেকোনো সময় আন্দোলনের ডাক আসবে’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/25/photo-1472127662.jpg)
আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন মাহবুবের রহমান শামীম। ছবি : এনটিভি
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা প্রস্তুত থাকেন, যেকোনো সময় আন্দোলনের ডাক আসবে। যেকোনো ফ্যাসিস্ট সরকার কিছুটা সময় ক্ষমতায় থাকতে পারে কিন্তু তা বেশিদিন দীর্ঘায়িত হয় না এবং তাদের পতন করুণভাবে হয়।’
আজ বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম।
শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান, হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির প্রমুখ।