সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল রোববার রাতে আটকের পর তাঁকে আজ সোমবার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আবদুল আলিম কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিজিবি কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার সিরাজুল গনি এনটিভি অনলাইনকে জানান, আবদুল আলিম মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সোনা চোরাচালান ও মাদক পাচারের আরো ছয়টি মামলা রয়েছে ।