নারায়ণগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চলছে

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া কবরস্থানের পাশে একটি জঙ্গি আস্তানা সন্দেহে বহুতল ভবন ঘিরে অভিযান চালাচ্ছেন যৌথবাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

ফারুক আহমেদ জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে পাইকপাড়া কবরস্থানের পাশে ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এক ঘণ্টা প্রস্তুতির পর সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এখন বলার মতো কিছু নেই। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় কয়েকজন জানায়, সকাল পৌনে ১০টার দিকে পর পর পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।