জঙ্গিদের দৌড়ানির ওপর রাখছি : আইজিপি
গাজীপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমরা তাদের (জঙ্গিদের) দৌড়ানির ওপর রাখছি। তারা অত শক্তিশালী নয়। আমার মনে হয় না, তারা বড় ধরনের কোনো কিছু করতে পারবে।’
এ সময় নিহত ‘জঙ্গি’ তামিম চৌধুরী নিউ জেএমবির নেতৃত্ব দিত এবং নিজেকে আইএস দাবি করত উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ আনসারুল্লাহ, বাংলা টিম, আল-ইসলাম, হিজবুত তাহরীর, হুজি কিছু থাকতে পারে।
জঙ্গি দমনে সফলতার কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, অন্যান্য দেশের তুলনায় জঙ্গিবাদ দমনে, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের অনেক অর্জন আছে। অনেক দেশ বাংলাদেশ পুলিশকে রোল মডেল হিসেবে নিতে পারে।
আজ শনিবার গাজীপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ আইজিপি এসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ওলামা-মাশায়েখ অংশ নেন।
জেলা শহরের রাজবাড়ি মাঠে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক এস এম আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হকসহ বিভিন্ন মসজিদের খতিব, অধ্যক্ষ ও ওলামা-মাশায়েখরা।
সমাবেশে জঙ্গিবাদ প্রতিরোধে শান্তির ধর্ম ইসলামের মূল বাণী সবার কাছে পৌঁছে দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।