পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবি, ১৪টি গরু নিখোঁজ
রাজবাড়ীতে পদ্মা নদীতে গরু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার এক নম্বর ফেরি ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
ট্রলারটির মালিক ও চালক জহিরউদ্দিন জানান, চারজন ব্যবসায়ী তাঁদের ২২টি গরু নিয়ে ট্রলারটিতে উঠেছিলেন। দৌলতদিয়ার ক্যানাল ঘাট থেকে ছেড়ে আরিচার দিকে যাওয়ার পথে প্রচণ্ড স্রোতের ঘূর্ণিতে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারটি ডুবে যাওয়ার পর পরই মাঝি এবং ব্যবসায়ীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে রাজবাড়ী থেকে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র আটটি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৪টি গরু এখনো নিখোঁজ রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলার এবং নিখোঁজ গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে গরুগুলো প্রচণ্ড স্রোতের টানে ভাটির দিকে ভেসে গেছে।