কবি শহীদ কাদরী আর নেই

Looks like you've blocked notifications!
কবি শহীদ কাদরী। পুরোনো ছবি

বাংলা ভাষার অন্যতম কবি শহীদ কাদরী আর নেই। আজ রোববার সকালে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কবি শহীদ কাদরী নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী নীরা কাদরী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে যান।

কবির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সংস্কৃতি সংগঠক মফিদুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরীই আমাকে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে মৃত্যুর খবরটি জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। কয়েক বছর ধরে কবি সেখানে চিকিৎসা করাচ্ছিলেন। কয়েকদিন ধরে নিউইয়র্কের হাসপাতালে তাঁর কিডনির চিকিৎসা চলছিল।’

মফিদুল হককে কবিপত্নী আরো জানান, শহীদ কাদরীর মরদেহ দেশে নিয়ে আসা হবে।

কবে নাগাদ শহীদ কাদরীর মরদেহ দেশে আসবে- এমন প্রশ্নের জবাবে মফিদুল হক বলেন, ‘এটি এখনো জানা যায়নি। হয়তো কিছু সময় পরে আমরা জানতে পারব।’

দেশে ফিরলে কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলেও জানান মফিদুল হক।  

নগরের ছোট ছোট যন্ত্রণাগুলো ঠাঁই পেয়েছে কবির লেখনীতে। এসব যন্ত্রণায় কাতর হয়েছে কবির প্রেমিক মন। আর কবির লেখা প্রেমের কবিতার লাইনগুলো কৈশোর-উত্তীর্ণ বাঙালির মুখে মুখে ঘুরে ফেরে আজও। কবি অমর হয়ে আছেন তাঁর বিখ্যাত সেই লাইন, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’র জন্য।

১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন শহীদ কাদরী। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’, ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’।

১৯৭৮ সাল থেকে কবি শহীদ কাদরী প্রবাসী। প্রথমে জার্মান, পরে লন্ডন এবং বেশ কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন।

কবি ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ সালে একুশে পদকে ভূষিত হন।