ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

Looks like you've blocked notifications!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি।

ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হয়। 

ট্রেনের টিকিট সংগ্রহ করতে গতকাল রাত থেকে অনেকেই এসে স্টেশনে ভিড় জমিয়েছেন। এবার একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকেট দেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, অগ্রিম টিকেট বিক্রির জন্য সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। টিকেট কালোবাজারি রোধে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।

আজ দেওয়া হবে ৭ সেপ্টেম্বরের টিকেট। আগামীকাল মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের আর পরশু বুধবার দেওয়া হবে ৯ সেপ্টেম্বরের টিকেট। পয়লা সেপ্টেম্বর দেওয়া হবে ১০ সেপ্টেম্বরের টিকেট। আর ২ সেপ্টেম্বর দেওয়া হবে ১১ সেপ্টেম্বরের টিকেট।

এ ছাড়া ১৪ সেপ্টেম্বরের টিকেট ৫ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বরের টিকেট ৬ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বরের টিকেট ৭ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বরের টিকেট ৮ সেপ্টেম্বর ও ১৮ সেপ্টেম্বরের টিকেট ৯ সেপ্টেম্বর বিক্রি হবে।

পবিত্র ঈদুল আজহা শেষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলস্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

এ ছাড়া ঈদ উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বরে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে মৈত্রী ট্রেন চলাচল করবে না বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।