মৌলভীবাজারে গুলিভর্তি অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে আজ মঙ্গলবার গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব। ছবি : এনটিভি

মৌলভীবাজার থেকে গুলিভর্তি অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার ভোরে রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন- পাবেল মিয়া ও উজ্জ্বল মিয়া।

দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের সিনিয়র এএসপি হায়াতুন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে  আজ ভোরে উত্তর ঘরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাবেল মিয়া ও উজ্জ্বল মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, চারটি ছোরা, একটি চাপাতি ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান হায়াতুন নবী।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, পাবেল ও উজ্জ্বল এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তাঁদের ভয়ে লোকজন কথা বলতে সাহস পেত না। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ছত্রছায়ায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করা এবং বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।