বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, রাজবাড়ীতে পাল্টাপাল্টি কর্মসূচি
রাজবাড়ীতে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুটি আলাদা গ্রুপ ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে একটি গ্রুপ এবং সাধারণ সম্পাদক হারুন অর রশীদের নেতৃত্বে একটি গ্রুপ আলাদাভাবে কর্মসূচি পালন করেছে।
মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ওই দুই গ্রুপ।
সকালে হারুন অর রশীদের নেতৃত্বাধীন নেতাকর্মীরা শহরে আইনজীবী এম এ খালেকের চেম্বারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এখানে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, গোলাম শওকত সিরাজ, রেজাউল করিম শিকদার পিন্টু। এর আগে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশের বিভিন্ন স্থানে নিহত দলের নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশ ও দলের মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। রোকনউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বারের সাধারণ সম্পাদক কে এ বারী, আব্দুল গফুর, আসাদুজ্জামান লাল, মনজুরুল আলম দুলাল, এহসানুল করিম হিটু, গাজী আহসান হাবীব, আফছার উদ্দিন সরদার, ইকবাল হোসেন, সবুর শাহিন, এম মজিদ বিশ্বাসসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ গুম, নিহত হওয়া বিএনপির নেতাকর্মীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস জানান, দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের নেতৃত্বাধীন নেতাকর্মীরা সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবাষির্কীর কর্মসূচি ঘোষণা দিলে সকাল থেকেই সভাপতি খৈয়ামের নেতৃত্বাধীন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। পরে তারা দলীয় কার্যালয়ে না এসে আইনজীবী এম এ খালেকের কার্যালয়ে কর্মসূচি পালন করে।