নেতা ঘরে আরাম আয়েশ করছে : নাসিম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423145314.jpg)
বর্তমানে বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জ আসার সময় তিনি দেখেছেন জনজীবন স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি তাঁর চোখে পড়েনি।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জে সার্কিট হাউস মিলনায়তনে জেলা ১৪ দল আয়োজিত এক মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘কোথায় অবরোধ, কোথায় হরতাল। হরতাল-অবরোধের নামে এখন যেটা চলছে, মানুষকে হত্যা করা হচ্ছে। নেতা রয়েছে আরামে। ঘরের মধ্যে বসে আছে। নেতা ঘরে আরাম-আয়েশ করছে। এখন তাঁর নির্দেশে জনগণকে হত্যা করা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘আপনাদের আন্দোলনের উদ্দেশ্য কী, লক্ষ্যটা কী। লক্ষ্য হলো আপনি যেকোনো মূল্যে একাত্তরের ঘাতকদের বাঁচাতে চান। আপনার আসল এজেন্ডা হলো জামায়াতের এজেন্ডা। আপনি কী করছেন খালেদা জিয়া। স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। আপনার নিজের নাতনি। তার পরীক্ষা চিন্তা করে মালয়েশিয়া পাঠিয়ে দিলেন। আর কোটি কোটি মেয়েরা আছে, ছেলেরা তাদের পরীক্ষার কথা চিন্তা করলেন না একবারও। আপনি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে গেলেন।’
জেলা ১৪ দলের সমন্বয়কারী অ্যাডভোকেট এম এ আফজালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক। সভায় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী জেলা হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্মাণাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ পরিদর্শন করেন।