মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপ্যানেলের গণসংযোগ
বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপ্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা আজ বুধবার মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে গণসংযোগ করেন। প্রার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইনজীবীদের কাছে গিয়ে ভোট চান।
প্রার্থীরা জানান, নির্বাচনে আটটি পদে ভোট দেবেন ভোটাররা। ২০ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হবে।
গণসংযোগে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদরুদ্দোজা বাদল, আবদুল জামিল মোহাম্মদ আলী, ঢাকা আইনজীবী সমিতির মো. মহসিন মিয়া।
এ সময় মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোতা মিয়া ও সাবেক পাবলিক প্রসিকিউটর মজিবুর রহমান, রোজিনা আক্তার, শাহিন মিজি, মো. হালিম হোসেন, আবু সাঈদ সোহান, নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।