রাজনীতিতেও দুর্যোগ লেগেছে : ইনু
প্রাকৃতিক দুর্যোগের মতো দেশের রাজনীতিতেও দুর্যোগ লেগেছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, তাদের মোকাবিলা করতে হবে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্ধুরাষ্ট্র নেপালের সহযোগিতায় এরই মধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানববন্ধনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, নেপালের পাশে দাঁড়ানোটা এখন নৈতিক দায়িত্ব। কেননা, মহান মুক্তিযুদ্ধে নেপালই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
গত ২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে এ পর্যন্ত পাঁচ সহস্রাধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবিক বিপর্যয় নেমে এসেছে দেশটিতে। খাদ্য, খাবার পানিসহ ত্রাণ সংকটের মুখে পড়েছে উদ্ধারকারীরা।

নিজস্ব প্রতিবেদক