মানুষ হত্যা করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অভিযোগ করেছেন, বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে বলেই সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী।
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে অভিযোগ করে আমির হোসেন আমু বলেন, যাদের হাতে রক্তের দাগ এখনো শুকায়নি, তারা কীভাবে রাস্তায় গিয়ে মানুষের কাছে ভোট চায়। জনগণ কী কারণে তাদের ভোট দেবে, তারা তো রাস্তায় পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতে ইসলামী এখন ২০-দলীয় জোট করে মুসলমানদের দল দাবি করছে। তাদের আসল চেহারা জনগণ বুঝে গেছে। ইসলামের নামে তারা ইসলামকেই অবমাননা করছে বলে অভিযোগ করেন তিনি।
নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবু জাফর মো. হেলালুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসানাত মোহাম্মদ আরেফীন।