কালিয়াকৈরে ডাকাত সন্দেহে ৯ জনকে পিটুনি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বুধবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নয়জনকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক নায়েবুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর আহাম্মেদ নগর গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী ডাকাতদলের নয় সদস্যকে আটক করে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন রংপুর সদর উপজেলার আদর্শ গ্রামের মো. ফরিদ হোসেন (১৮) ও সদর উপজেলার মমিনুল ইসলাম (১৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেরা গ্রামের রাহাত হোসেন (১৮), ভুয়াপুর উপজেলার চিতলপাড়া গ্রামের বাবু মিয়া (১৮), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক গ্রামের মো. সোহেল মিয়া (২০), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নারায়ণপুর গ্রামের আরিফুল ইসলাম (১৮), লালমনিরহাট সদর উপজেলার কাশিয়ানী গ্রামের দুলু মিয়া (১৮), জয়পুরহাট সদর উপজেলার বনঘুর গ্রামের আকাশ মিয়া ও কালাই উপজেলার জয় (১৮)।